বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে তরঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের বৃত্তি পরীক্ষা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘তরঙ্গ ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে ১২ ডিসেম্বর ওটারচর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাবৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লাহ প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, তরঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি মোঃ নাজমুল হক সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন শফিক, অর্থ সম্পাদক মিজানুর রহমান মুন্সী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, সিনিয়র শিক্ষক নূরুল আমিন ঢালী, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য ঢালী কামরুজ্জামান হারুন, সিনিয়র শিক্ষক গোলাম হায়দার মোল্লা, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল আলম প্রধান, প্রধান শিক্ষক আশিকুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০০৪ সালে আত্মপ্রকাশ করে তরঙ্গ ছাত্রকল্যাণ পরিষদ। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বজায় রেখেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের দেড়যুগ পূর্তি উপলক্ষ্যে আগামী ১১ জানুয়ারি প্রদান করা হবে শিক্ষাবৃত্তি পুরস্কার। দেড়যুগ পূর্তি উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়