প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
![হাজীগঞ্জে ঔষধ ব্যবসায়ীর ওপর হামলায় থানায় অভিযোগ](/assets/news_photos/2022/12/13/image-27136.jpeg)
হাজীগঞ্জে এক ঔষধ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। অতর্কিত এ হামলার ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সোমবার (১২ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের পলাশ মেম্বারের বাড়ির সামনে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে খিলপাড়া গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে নজরুল ইসলাম পিংকুর উপর একই এলাকার পাটোয়ারী বাড়ির মৃত জব্বর আলীর ছেলে মোস্তফা কামাল পাটোয়ারী ও তার ছেলে আল-আমিন, পরান ও কবির অতর্কিত হামলা চালায়। এতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে আহত ব্যবসায়ীর পরিবারের লোকজন হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। তার মুখমণ্ডলে পাঁচটি সেলাই দেন হাসপাতালে কর্মরত চিকিৎসক।
এ ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে নজরুল ইসলাম পিংকু বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন : আল আমিন (২৫), পরান (২৮), কবির (৩২) ও মোস্তফা কামাল (৬২)।
এ বিষয়ে নজরুল ইসলাম পিংকু বলেন, ঘটনার দিন সকালে হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর অতর্কিত হামলা চালায়। সুষ্ঠু বিচার পেতে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছি।
অভিযুক্ত আল-আমিনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোবাইর সৈয়দ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।