প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![জামিন পেলেন জেলা বিএনপির সেক্রেটারী](/assets/news_photos/2022/12/12/image-27111.jpg)
পুলিশের মামলায় জামিন পেলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডঃ একেএম সলিম উল্যাহ সেলিম। তিনি এ মামলার এজাহারভুক্ত ২নং আসামী।
১১ ডিসেম্বর রোববার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে তিনি স্বেচ্ছায় হাজির হন। স্বেচ্ছায় হাজিরকৃত আসামীর আইনজীবীদের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
চাঁদপুর সদর মডেল থানাধীন নতুনবাজার জেএম সেনগুপ্ত রোড ও মেথা রোডের সংযোগস্থল পাকা রাস্তার উপরে বেআইনিভাবে জনতাবদ্ধে রাস্তা অবরোধ করে সরকারি কাজে বাধা প্রদান করে পুলিশের উপর আক্রমণ করে জখম করার অভিযোগ এই মামলার আসামীদের বিরুদ্ধে। এতে শারীরিক ও মানসিক অপরাধে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ১ নম্বর আসামী করে ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হলেন চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান।
আসামী পক্ষে আইনজীবী ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ এটিএম মোস্তফা কামালসহ সিনিয়র আইনজীবীগণ।