প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![সাহেববাজারে জুয়া ও মাদক ব্যবসা জমজমাট](/assets/news_photos/2022/12/12/image-27110.jpg)
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেববাজার, এর আশপাশ, বালি বাড়ির নিকটে ও রামচন্দ্রপুরে জমজমাট মাদক ব্যবসা ও জুয়ার আসর চলে আসছে।
প্রতিদিন সন্ধ্যার পর হাজার হাজার টাকার মাদক বিক্রি হচ্ছে। পাশাপাশি জুয়ার আসর চলে আসছে। প্রভাবশালী একটি মহল মাদক ব্যবসা ও জুয়ার আসরের সাথে জড়িত থাকায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলার সাহস পাচ্ছে না। বিভিন্ন স্থান থেকে এখানে মাদক সেবনকারী ও পেশাদার জুয়াড়িরা জুয়া খেলতে আসে।
মাদক ও জুয়ার সাথে জড়িয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে। এমনকি এলাকার যুব সমাজ দিন দিন বিপথগামী হয়ে উঠছে। এতে সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। মাদক ও জুয়ার টাকা সংগ্রহ করার জন্য অনেকে ছোটখাট চুরি করছে। যার ফলে এলাকায় প্রায় বাড়িতে চুরি হয়ে থাকে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেন।