বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০

জিলানী চিশতী কলেজে ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১১ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তোমরা সফলতার সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি আশা রাখি তোমরা একাদশ শ্রেণিতে জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। এ কলেজটি চাঁদপুর সদর উপজেলার প্রথম বেসরকারি কলেজ। এ কলেজটি ১৯৭০সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ কলেজের নামকরণের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, এ প্রতিষ্ঠানে পড়ালেখার মান অনেক ভালো। এ কলেজে যে কোনো পরিস্থিতিতে শ্রেণি কার্যক্রম ব্যাহত হয়নি, করোনাকালে নিয়মিত অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তোমাদের কলেজে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তোমরা এ কলেজে ভর্তি হবে। কারণ একজন শিক্ষার্থী শাহতলী থেকে চাঁদপুর যেতে ২শ’ টাকা খরচ হবে। আবার নিরাপত্তার বিষয় রয়েছে। আমাদের জিলানী চিশতী কলেজের কোনো শিক্ষার্থীদেরকে রাস্তা-ঘাটে কোনো বখাটে বা অন্য কোনো ভাবে কেউ ইভটিজিং বা ডিস্টার্ব করলে আমাকে জানালে আমি দ্রুত আইনী ব্যবস্থা নেবো। সকল শিক্ষার্থী যাতে উপবৃত্তি পায় আমরা তার জন্য চেষ্টা করবো। শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়ার ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। অর্থের জন্য কোনো ছাত্র-ছাত্রীর লেখাপড়া বন্ধ হবে না।

২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গভনির্ং বডির অভিভাবক সদস্য মোঃ দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সোহেল কারী, অভিভাবক মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, প্রচার সম্পাদক মোঃ মনির চৌধুরী, অভিভাবক পারুল বেগম, অভিভাবক ছালেহা বেগম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী আফরোজা আক্তার ও এশা আক্তারসহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক শামিমা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মোঃ জিয়াউর রহমান, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারী শিক্ষক নাছরিন আক্তার, অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসান, অভিভাবকদের মধ্যে রাবেয়া বেগম, নাজমা বেগম, আয়শা বেগম, সালেহা আক্তার, মাসুদা বেগম, ফাতেমা আক্তার, সাবিনা বেগম, ফিরোজা বেগম, অহিদা বেগমসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।

সভা শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার সহকারী মৌলভী মাওলানা আব্দুল হালিম গাজী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়