প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব](/assets/news_photos/2022/12/12/image-27105.jpg)
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর রোববার বিকেলে স্থানীয় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসাতে হবে। এজন্যে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ফরিদগঞ্জে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকৃত ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই দলের শক্তি বৃদ্ধি পাবে। আমাদের মনে রাখতে হবে সদস্য সংগ্রহকালে যাতে কোনো মতেই অনুপ্রবেশকারীরা অর্ন্তভুক্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আগামী ৫-৭ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কাজ শেষ করে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিল করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, জেলা পরিষদ সদস্য আলী আক্কাস পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি শাহআলম প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।