বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের     বিদায় সংবর্ধনা
বাদল মজুমদার ॥

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর শনিবার বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাসান ইমাম বাদশা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, তোমরা দীর্ঘ ছয়টি বছর এই বিদ্যালয়ে শিক্ষা অর্জন করেছো। আমরা আশা করি প্রাথমিক বিদ্যালয়ের মত আগামীতে উচ্চ বিদ্যালয়েও সুশিক্ষা গ্রহণ করবে। এভাবেই ধাপে ধাপে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির নেতৃত্ব দিবে। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন, নাজমা আক্তার, বারেক হাওলদার, শাহাদাত হোসেন, আঁখি দত্ত, শাহিন আক্তার, রিতা দে, শিল্পী দত্ত, দিলরুবা ইয়াছমিন, নিগার সুলতানা, শিপ্রা চক্রবর্তী, মাকছুদা আক্তার, আইনুর নাহার সিফাত নাজনিন, দিপা পাল, সাদিয়া বেগম এবং অভিভাবকদের পক্ষে বীথি আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রোমানা ও গীতা পাঠ করেন অঙ্কিতা দাস। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষিকা নুরুজ্জামান কাজল। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়