বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০

বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস পালনে চাঁদপুরে মহিলা ফোরামের আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥

নারী-জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৪২তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গত ৯ বিকেল সাড়ে ৪টায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীনেত্রী দিপালী রাণীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কমরেড নিখিল দাস, বাসদ চাঁদপুর জেলার সমন্বয়ক শাহজাহান তালুকদার, অ্যাডঃ নীলু রাণী, রানু বেগম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস ৯ ডিসেম্বর। ১৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি প্রবন্ধ, গল্প, উপন্যাসের মাধ্যমে নারী সমাজের মাঝে শিক্ষা ও বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিয়েছিলেন। ‘সুলতানার স্বপ্ন’, পদ্মরাগ, অবরোধবাসিনীসহ বিভিন্ন রচনার মাধ্যমে নারীর মর্যাদা ও অধিকার তুলে ধরা এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে নারীদের জাগিয়ে তোলেন। মাত্র ৮জন ছাত্রী নিয়ে নারীদের স্কুল তৈরি করেছিলেন।

তৎকালীন কূপমণ্ডুক সমাজ প্রতি পদে পদে নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছিলো। বেগম রোকেয়া লিখেছিলেন, ‘আমি ২৫বছর ধরে কাঠমোল্লাদের অভিসম্পাত কুড়াইয়াছি’।

নেতৃবৃন্দ আরো বলেন, আজ নারীরা প্রধানমন্ত্রী, স্পিকারসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। এখনো সম্পত্তিতে নারীর সমান অধিকার নেই, নেই সমকাজে সমমজুরি। গৃহস্থালি কাজে নারীর অবদান জিডিপিতে অন্তর্ভুক্ত হয়নি। নারী ও শিশু হত্যা, ধর্ষণ-নির্যাতন প্রতিনিয়ত বাড়ছে। একদিকে পুঁজিবাদ নারীকে বাণিজ্যিক পণ্য ও আরেকদিকে মৌলবাদীরা ভোগ্যপণ্য হিসেবে গণ্য করছে। মাদক, পর্ণোগ্রাফি ও কিছু ওয়াজ-মাহফিলের আলোচনায় নারীর প্রতি অবমাননাকর বক্তব্য নারী নির্যাতন বাড়িয়ে তুলছে। ফলে আজ বেগম রোকেয়ার রচনা ভালো করে পড়া ও তার থেকে শিক্ষা নিয়ে নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেয়ার জন্য নারী সমাজসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়