প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দিচ্ছে হেলথ কেয়ার সেন্টার](/assets/news_photos/2022/12/11/image-27070.jpg)
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আগত লোকজনকে ফ্রি ফ্রিজিওথেরাপি চিকিৎসা সেবা দিচ্ছেন হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার চাঁদপুর।
চাঁদপুর আউটার স্টেডিয়ামে মেলার উদ্বোধনের পর থেকে স্টেজের সামনেই এই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন বয়সী মানুষজন আসছেন চিকিৎসা নিতে।
হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে বয়স্কদের বাত, ব্যথা, প্যারালাইসিস, পঙ্গু রোগী এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্যে রয়েছে বিশেষ সুবিধা।
হেলথ কেয়ারের চেয়ারম্যান ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান তানভীর আহমেদ মিয়া (আরিফ) জানান, আমাদের প্রতিষ্ঠান ১৬ বছরের বেশি সময় ধরে ফিজিওথেরাপির চিকিৎসা সহ অন্যান্য সেবা দিয়ে আসছে। আমরা মাসব্যাপী বিজয় মেলাতেও এবার ফ্রি চিকিৎসা সেবা দেয়ার প্রস্তুতি নিয়েছি। প্রতিদিনই আমাদের সেন্টারে মানুষজন আসছেন চিকিৎসা সেবা সহ বিভিন্ন পরামর্শ নিতে।