প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![বাজুস শাহরাস্তি উপজেলা শাখার মতবিনিময় সভা](/assets/news_photos/2022/12/11/image-27067.jpg)
গত ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় শাহরাস্তি রিভারভিউ কফি হাউজে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শাহরাস্তি উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিমল কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটাঃ মোঃ মোস্তফা ফুল মিয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি জয়রাম রায়, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ ও নির্বাহী সদস্য রনজিত কুরী। সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অজিত সরকার, কচুয়া উপজেলা শাখার সভাপতি কিরন স্বর্ণকার ও চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক। শাহরাস্তি উপজেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দাস, কোষাধ্যক্ষ রাম পাল প্রমুখ। শাহরাস্তি উপজেলায় বাজুসের সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে বক্তাগণ গঠনমূলক বক্তব্য প্রদান করেন।