বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০

নিয়মের বাইরের সকল কিছুকে প্রতিরোধ করতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ফরিদগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভায় কমিটির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিতেশ শর্মার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা। এ সময় তিনি বলেন, আজকের এই মানববন্ধনে শিক্ষার্থীদের উপস্থিতির একটি বড় কারণ তাদের মধ্যে এখন থেকেই সচেতনতা তৈরি করা। যাতে তারা নিয়মকেই স্বাভাবিক বলেই গণ্য করে। স্বাভাবিক কর্মকে ব্যত্যয় ঘটায় এমন কাজে যাতে তারা অংশগ্রহণ না করে। আমরা যদি এখন থেকেই এসব শিশুকে অনিয়ম, দুর্নীতি বিষয়ে সচেতন করে তুলতে পারি, তবে আগামীর বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাই আমাদেরকে নিয়মের বাইরের সকল কিছুকে প্রতিরোধ করতে হবে।

আরো বক্তব্য রাখেন দুপ্রকের সদস্য গোলাম রাব্বানী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়