প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
বিএনপি ও তাদের সহযোগীদের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, ফরিদগঞ্জ বাজারসহ বিভিন্নস্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, লোকমান তালকুদার, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল মিয়াজী, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাছ বেপারী, সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার মেয়র মাহফুজুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ভূঁইয়া ইরান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। একই সাথে বিএনপি ও তাদের দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করতে রাজপথে থাকতে হবে। এজন্যে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের অপকর্মের সকল জবাব রাজপথেই আমরা দিবো।