বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জের স্মৃতি রোমন্থন করলেন খাদ্য সচিব ইসমাইল হোসেন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান সরকারের খাদ্য সচিব ইসমাইল হোসেন তাঁর পুরানো কর্মস্থল হাজীগঞ্জে এসে স্মৃতি রোমন্থন করলেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এর আগে তিনি সরকারি কোয়ার্টার পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোতে একটি ভেষজ চারাগাছ রোপণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।

উপজেলা ভূমি অফিস পরিদর্শনে আসলে মোঃ ইসমাইল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক। এ সময় তিনি ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁর পুরানো কর্মস্থলের কথা স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন। এরপর তিনি উপজেলা খাদ্য গুদাম ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি, এলএসডি) কার্যালয় পরির্দশন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খাদ্য সচিব মোঃ ইসমাইল হোসেন চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে ২০১২-২০১৫ ও হাজীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে ১৯৯৭-৯৮ খ্রিস্টাব্দে দায়িত্ব পালন করেন। তিনি ১১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায় সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়