প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
![হারিয়েছে](/assets/news_photos/2022/12/09/image-26984.jpg)
মোঃ সাহাবুদ্দিন হোসেন রোমান সাবু, বয়স : ২৬, পিতা আবুল বাশার (লেদা), মাতা ছালেয়া বেগম, স্থায়ী ঠিকানা : সাং-পূর্ব দায়চারা (পালের বাড়ি), পোঃ পশ্চিম দায়চারা, থানা : ফরিদগঞ্জ, জেলা : চাঁদপুর। বর্তমান ঠিকানা : সাং-পূর্ব দায়চারা (পালের বাড়ি), পোঃ পশ্চিম দায়চারা, থানা : ফরিদগঞ্জ, জেলা : চাঁদপুর গত ৫ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের সময় পরনে চেক লুঙ্গি এবং গায়ে চেক শার্ট ছিলো। উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য মিডিয়াম, মাথার চুল কালো ও লম্বা। সে অত্র এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার জিডি নং : ৪২১। তাারিখ : ৮/১২/২০২২খ্রিঃ।
সন্ধান প্রার্থী : বোন সুমাইয়া আক্তার রিমা। মোবাইল নম্বর : ০১৬২৯৮৪৭৯৮৫।