প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ ফোরামের আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে হাজীগঞ্জ হানাদার মুক্ত হয়। র্যালিতে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ ও মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। র্যালি শেষে প্রভাষক এসএম চিশতির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা ড. আলমগীর কবির পাটোয়ারী, মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার ছিদ্দিকুর রহমান খান, মুক্তিযোদ্ধার সন্তান রবিউল আউয়াল বিপ্লব প্রমুখ।