বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

অর্থাভাবে থমকে রয়েছে ফরিদগঞ্জ মধ্য বাজার জামে মসজিদের নির্মাণ কাজ
প্রবীর চক্রবর্তী ॥

কয়েক যুগ আগের পুরানো মসজিদ ভেঙ্গে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যশৈলী সম্বলিত ফরিদগঞ্জ বাজারস্থ মধ্য বাজার জামে মসজিদ। কিন্তু অর্থাভাবে বিঘিœত হচ্ছে নির্মাণ কাজ।

জানা গেছে, ফরিদগঞ্জ মধ্য বাজার জামে মসজিদকে আধুনিক ডিজাইনে নির্মাণ করার লক্ষ্যে গত ক’মাস পূর্বে ভেঙ্গে ফেলে কর্তৃপক্ষ। ওই মসজিদের মুসল্লিরা বর্তমানে নিকটবর্তী একটি ভবনে নিয়মিত নামাজ আদায় করেন।

মসজিদের সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু জানান, মসজিদ কমিটিসহ এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের দাবি একটি দৃষ্টিনন্দন মসজিদ। সে লক্ষ্যে কয়েক মাস পূর্বে ভেঙ্গে ফেলা হয় পুরাতন মসজিদটি। সেই স্থলে ৬ তলাবিশিষ্ট আধুনিক স্থাপত্যশৈলী সংযুক্ত করে প্রায় কোটি টাকা ব্যয় ধরে শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। ইতিমধ্যেই মসজিদের সঞ্চিত অর্থ ও স্থানীয় ক’জন বিশিষ্ট ব্যক্তির অনুদানে মসজিদটির মাটির নিচের কাজ অনেকাংশ সম্পন্ন হয়েছে। কিন্তু সঞ্চিত অর্থ শেষ হয়ে যাওয়ায় আমরা কিছুটা বিপাকে রয়েছি। একদিকে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং নিয়মিত অর্থ জোগান না থাকায় কাজের গতি থমকে গেছে। এমতাবস্থায় কবে নাগাদ আমরা এটির নির্মাণ কাজ শেষ করতে পারবো তা সুনির্দিষ্ট বলা যাচ্ছে না।

কমিটির আরেক সহ-সভাপতি ও বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুর আউয়াল মিয়াজী বলেন, মসজিদটি তৈরি করতে সকলকে তাদের দানের হাত বাড়িয়ে দেয়া উচিত। মসজিদের সামনে থাকা মাইকের মাধ্যমে সকলের কাছ থেকে সহযোগিতা চাওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়