বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৫শ’ কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার বিনামূল্যে বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিক জামিল মাহমুদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সহকারী কৃষি কর্মকর্তা খোকন চক্রবর্তী ও আওয়ামী লীগ নেতা ফারুক পাটওয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি খাতে ভর্তুকি দেয়ায় কৃষকরা কৃষি কাজে উদ্বুদ্ধ হয়েছে বলেই বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। বর্তমান সরকার দেশের কৃষকের কাছে সহজেই সার-বীজ পৌঁছে দিচ্ছে, বছরজুড়ে বিনামূল্যে প্রণোদনা দিচ্ছে। এজন্যে আগের তুলনায় কৃষি উৎপাদন বেড়েছে। তাই কৃষিসহ সবক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

এ সময় কৃষি জমিতে সঠিক পদ্ধতিকে বীজ রোপণ ও সার প্রয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।

একই সময় উপজেলার পাইকপাড়া উত্তর, গোবিন্দপুর উত্তর, রূপসা দক্ষিণ ইউনিয়ন কৃষকদের মাঝে উপজেলার পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের কৃষকদের মাঝে এ প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়