প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা](/assets/news_photos/2022/12/07/image-26922.jpg)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার আয়োজনে চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট শাখার মূল ভবনের ইউনুস খান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার অধ্যক্ষ জামশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
কলেজের সহকারী উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুল চাঁদপুরের অধ্যক্ষ মোঃ নূর খান, ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুরের ডেপুটি ডাইরেক্টর মোঃ জাফর খান, সিনিয়র সহকারী ডিরেক্টর মোঃ রুবেল খান। এছাড়াও চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তাগণ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। পেছনে ফিরে তাকানোর সময় নেই, দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে হবে। দেশসেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেয়া নতুন প্রজন্মরা আগামীতে চাঁদপুরকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।