প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর শহর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৩৬) নামে এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। ডিএনসি চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, গত ০৫ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার সময় উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন পুরাণবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মনোয়ারা বেগম (৩৬), পিতা-মৃত ফকির চান, স্বামীঃ মোঃ ইকবাল হোসেন, মাতা-সুফিয়া বেগম জিমখানা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অফিসের পশ্চিম পার্শ্বে মসজিদ সংলগ্ন, সোনা মিয়ার কোয়ার্টারের ভাড়াটিয়া, ১৫নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলাকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।