প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
![এপেক্স ক্লাব অব চাঁদপুরের সভাপতি ফারুক ও সম্পাদক শিপন](/assets/news_photos/2022/12/07/image-26918.jpg)
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৮-এর অন্তর্গত এপেক্স ক্লাব অব চাঁদপুরের কমিটি গঠন করা হয়েছে। কমিটির (২০২৩ সালের) সভাপতি হিসেবে নির্বাচিত হন এপেক্সিয়ান মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এপেক্সিয়ান অ্যাডঃ মোঃ নাজমুল হক তালুকদার শিপন।
কমিটির অন্যরা হলো : সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স শেখ মহিউদ্দিন আহাম্মদ রাসেল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স নারায়াণ চন্দ্র দে, আইপিপি এপেক্স অ্যাডঃ এসএম নাজিমুল্লাহ বাপ্পি, ট্রেজারার এপেক্স দলিলুর রহমান, সার্ভিস ডিরেক্টর এপেক্স অ্যাডঃ আবুল হাসানাত বেপারী, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্স মাসছুর আহামদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্স মনির হোসেন ও সার্জেন্ট অ্যাট আর্মস এপেক্স মোঃ আকতার হোসেন খান সুমন।
চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে গত ১৬ নভেম্বর জেলার নেতৃবৃন্দ ও ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে নতুন নেতৃত্বের জন্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এপেক্স অ্যাডঃ রুহুল আমিন সরকার। নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স অ্যাডঃ মোহাম্মদ হারুন অর রশিদ, এপেক্স অ্যাডঃ মোঃ আবুল কালাম আজাদ। অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপেক্স শাহরিয়ার জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিপিএন এপেক্স অ্যাডঃ সৈয়দ নূরুর রহমান, আইপি ডিজব-৮ এপেক্স অ্যাডঃ খোরশেদ আলম, ডিজি এপেক্স অ্যাডঃ জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা-৮-এর সেক্রেটারি এপেক্স মোঃ ইয়াছিন সুমন, পিপি এপেক্স অ্যাডঃ এমরান হোসেন সহ ক্লাবের অন্য সদস্যরা।