বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের দোয়া ও আলোচনা
স্টাফ রিপোর্টার ॥

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর রোববার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, জেলা যুবলীগের সদস্য লিলু হাওলাদার, পিন্টু সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতআনি পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ হাফেজ আব্দুস সালাম।

বক্তারা বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ছিলেন না। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বিশিষ্ট লেখক ও সাংবাদিক ছিলেন। যুবকদের প্রাণের সংগঠন যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আপামর জনতার নেতায় পরিণত হয়েছিলেন। বাংলাদেশে যুগে যুগে তাঁর মতো নেতার প্রয়োজন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়