প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিদর্শনে পৌর মেয়র](/assets/news_photos/2022/12/04/image-26807.jpg)
‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা বীর বাঙালীর অহঙ্কার’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির আয়োজনে গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ফরিদগঞ্জ পৌসরভার মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলছে।
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পরিচালিত মেলা পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনকে সঙ্গে নিয়ে শনিবার (৩ ডিসেম্বর) রাতে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে মেয়র বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মকে জানানোর জন্য এ বিজয় মেলার আয়োজন। আশা করি মেলায় আগত দর্শনার্থীরা কেনাকাটার বাইরেও বীর মুক্তিযোদ্ধাদের মুখে একাত্তরের স্মৃতি কথা শুনবেন। যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা মনে রাখে।
এ সময় মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন মেলা আয়োজক কমিটিকে। একই সাথে আগামী দু-একদিনের মধ্যে পুরো মেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করেন মেয়র।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, পৌরসভার কোষাধ্যক্ষ গিয়াসউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন প্রমুখ।