শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০

মতলব পৌরসভার সাবেক কাউন্সিলরের মৃত্যু
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৭০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। বাদ জোহর করিম কোল্ড স্টোরেজ সংলগ্ন ওয়াপদা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার কিছুটা উন্নতি হলেও ঢাকাস্থ বাসায় ভোর ৫টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে নূরে আলম সিদ্দিকী সুমন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক, মেজো ছেলে সফিউল আলম রাজন মতলব পৌরসভায় কর্মরত এবং ছোট ছেলে সাইফুল ইসলাম মোহন ৬নং ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন।

মরহুমের নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কামাল উদ্দিন প্রধান, মরহুমের ছোট ছেলে ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন। মরহুমের একমাত্র মেয়ের জামাই সোহেল একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত।

নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়