শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান গত ১৯ জুন রোববার দিবাগত মধ্য রাতে অর্থাৎ ২০ জুন সোমবার তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা স্ব স্ব ফেসবুক পেইজে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদিত কমিটি ঘোষণা দিয়েছে।

জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের অনুমোদিত কমিটির সভাপতি করা হয়েছে সোহেল হোসাইন বেপারীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ সাইফ হোসাইনকে।

স্বাক্ষরিত পত্রে কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি পদে সৈয়দ রাশেদুল হক মাহের, মাহবুবুর রহমান খান, মিজানুর রহমান ভূঁইয়া, জাহাঙ্গীর আলম রাব্বী ও মহিবুর রহমান মৃদুল। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দেওয়ান এমাদ হাশেম ও রবিউল ইসলাম রবি। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রিয়াজুল ইসলাম ও বখতিয়ার রানা পাশা। এছাড়াও একই পত্রে সাব্বির আহমেদ মারুফকে চাঁদপুর জেলা ছাত্রলীগে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান উভয়ই বলেন, আমরা কিছুদিন আগে এই কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের কর্মীসভা করি। এরপর প্রার্থীদের বায়োডাটা নিয়ে যাচাই-বাছাই করে পরীক্ষিত ছাত্রনেতাদের হাতে কলেজ কমিটির দায়িত্ব তুলে দিলাম। আশা করছি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ তারা রাজপথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করবে। আমরা তাদের সফলতা ও মঙ্গল কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়