প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০
রোববার সকালে প্রায় এক ঘন্টায় চাঁদপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সাড়ে দশটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শুরু হয় ভারি বৃষ্টি। এ সময় রাস্তায় বের হওয়া মানুষগুলো পড়েন বিপাকে। বৃষ্টির তীব্রতায় চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন প্ল্যাটফর্মের টিনের টুয়া দিয়ে অঝোরে বৃষ্টির পানি পড়তে দেখা যায়। প্ল্যাটফর্মের ছাউনি থেকেও অনেকে এই বৃষ্টির পানিতে ভিজে যায়। মুহূর্তের মধ্যে চাঁদপুর শহরের অনেক রাস্তায় জমে যায় বৃষ্টির পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা। গতকাল বৃষ্টির সময় রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ সম্মুখস্থ গুয়াখোলা যাওয়ার রাস্তায়, প্রেসক্লাব সড়কে ও কোর্ট স্টেশনে বৃষ্টি পরবর্তী ও চলাকালে এমন দৃশ্য চোখে পড়ে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।