সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০

হাজীগঞ্জ থানা অভ্যন্তরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন
কামরুজ্জামান টুটুল ॥

সারাদেশের মতো হাজীগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে। একই সাথে পুলিশের অর্থায়নে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সার্ভিস ডেস্ক ও ভার্চুয়ালি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। যার কার্যক্রম হাজীগঞ্জেও উদ্বোধন করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানা এলাকায় একজন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ এবং থানা কার্যালয়ে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেস্ক স্থাপন করেছে। এদিন রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশের প্রতিটি থানা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমে সংযুক্ত ছিলেন। উদ্বোধনী এই কার্যক্রমে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ থানা অংশগ্রহণ করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাজীগঞ্জের গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরটি হস্তান্তর করা হয়। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, সুধী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়