প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও প্রফেসনাল মুভমেন্ট অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরীর শ্বশুর আব্দুল মালেক নেওয়াজের মৃত্যুতে শোক জানিয়েছেন পেশাজীবী ও প্রফেশনাল মুভমেন্টের নেতৃবৃন্দ।
মৃত্যুকালে আব্দুল মালেক নেওয়াজের বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাক্তন মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। গতকাল ১০ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ওই দিন রাতেই জানাজার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল মালেক নেওয়াজের মৃত্যুতে এক শোক বার্তায় মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সংগঠনের নেতৃবৃন্দ গভীর সমবেদনা জানান। এঁরা হচ্ছেন : চাঁদপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ গাজী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি বোরহান খান, অধ্যাপক জয়নাল আবেদীন, অ্যাডঃ খলিলুর রহমান, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, অ্যাডঃ এজেডএম রফিকুল ইসলাম রিপন, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা জাকির হোসেন মৃধা, অ্যাডঃ জসিম মেহেদী, অ্যাডঃ আলম খান মঞ্জু, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন বিপিএড, শিক্ষক কাওসার আহমেদ ভূঁইয়া, মীর আনোয়ার হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন মাঝি, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক সাইফুল ইসলাম, মাওঃ মকবুল হোসেন, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম, হাজী মনির হোসেন, মিজানুর রহমান মিজি, জয়নাল মাতব্বর, আঃ কুদ্দুস মেহনতী, ফজলুর রহমান আকাশ, আব্দুল কাইয়ুম প্রমুখ নেতৃবৃন্দ।