প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০
বাংলাদেশ থিয়েটারের অঙ্গ-সহযোগী সংগঠন ফরিদগঞ্জ থিয়েটারের আয়োজনে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সদস্য কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৯ এপ্রিল শনিবার ফরিদগঞ্জ থিয়েটারের সদস্য শামীম হাসানের পরিচালনায় ফিরোজা কলিম একাডেমির কক্ষে দুপুর থেকে শুরু হওয়া মতবিনিময় সভা চলে বিকেল ৫টা পর্যন্ত।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু। তিনি বলেন, বাঙালির ইতিহাস-ঐতিহ্যের জায়গা জুড়ে আছে থিয়েটার। থিয়েটার বাঙালির চিরাচারিত ঐতিহ্য ধারণ করে। বাঙালি ঐতিহ্য ধারণ করতে থিয়েটার চর্চা করা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থিয়েটারের পরিচালক ফরিদ আহমেদ রিপন। অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সাংস্কৃতিক ধারা তৈরি করার আহ্বান জানিয়ে তিনি দেশীয় সংস্কৃতিমুখী হওয়ার কথা বলেন। এরপর প্রশিক্ষণ পর্ব শুরু হয়। প্রশিক্ষণে ১৪জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।