প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ০০:০০
গত ০৯-০৪-২০২২ তারিখে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘এখনও বহাল রয়েছেন একই ব্যক্তি দুই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে’ সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে আমি বাবুরহাট কলেজের খ-কালীন শিক্ষক। কিছু কুচক্রী লোক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাঝে মধ্যে সময় পেলে দুই-একটা ক্লাস করি।
-মাহমুদ আলম, প্রভাষক ইংরেজি, রায়পুর কামিল মাদ্রাসা।
জিডি-২৯৬/২২
প্রতিবেদকের বক্তব্য
বিলম্বে হলেও মাহমুদ আলম নিজেকে বাবুরহাট কলেজের খ-কালীন শিক্ষক হিসেবে প্রতিবাদলিপিতে স্বীকার করেছেন। তবে তিনি যে এ কলেজে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করেন না-এ ব্যাপারে কিছু লিখেন নি। বাবুরহাট থেকে রায়পুর কামিল মাদ্রাসার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। বাবুরহাটে বসবাস করে এতোটা দূরবর্তী রায়পুরে গিয়ে তিনি যে প্রতিদিন ক্লাস করেন না-এ ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। কোনো কুচক্রী মহল মাহমুদ আলমের বিরুদ্ধে তথ্য দেয় না। বরং তার অনিয়মই তার প্রতিকূলে কাজ করছে।