প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ০০:০০
মহাষ্টমী স্নানযাত্রা উপলক্ষে চাঁদপুর শহরের হরিসভা রোডস্থ পুরাণবাজার শহর রক্ষাবাঁধ ঘেঁষে গড়ে ওঠা শ্রীশ্রী রাধা মুরারি মোহন জিউড় মন্দিরে আগত ভক্তদের মাঝে ভগবানের সুস্বাদু প্রসাদ বিতরণ করা হয়েছে। গতকাল ৯ এপ্রিল শনিবার সকাল থেকেই হরিসভা রোডস্থ মেঘনা নদীতে অনুষ্ঠিত হয় অষ্টমী স্নানযাত্রা। ধর্মীয় বিশ্বাস নিয়ে পাপ মোচনের নিমিত্তে জেলার বিভিন্নস্থান থেকে হাজারো ভক্ত এস্থানে ভিড় জমান। তারা গঙ্গায় স্নান সম্পন্ন করে পরমেশ্বরের সান্নিধ্য লাভে শ্রীশ্রী রাধা মুরারি মোহন জিউড় মন্দির দর্শনে মন্দির চত্বরে আসেন এবং স্নানযাত্রা উপলক্ষে মন্দিরে অনুষ্ঠিত ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেন। তাদের ভক্তি শ্রদ্ধা আর হরিনাম কীর্তনে মন্দিরস্থল মুখরিত হয়ে উঠে। আগত ভক্তবৃন্দকে মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়। ব্যাপক ভক্ত উপস্থিতিতে দুপুরে মন্দির পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের মঠ মন্দির সংরক্ষণ কমিটির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সচিব সুমন সরকার জয়, ডাঃ প্রদীপ দেবনাথ মন্দিরের সহ-সভাপতি রুমা বণিকসহ প্রমুখ ভক্তবৃন্দ।
মন্দিরটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিত্য সেবা পূজাসহ সকল প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান করে আসছে। ভারতের বৃন্দাবন থেকে রাধাকৃষ্ণ মূর্তি, পুরীধাম থেকে শ্রীশ্রী জগন্নাথ বলরাম, সুভদ্রা দেবীর মূর্তি ও নবদ্বীপ থেকে আনয়নকৃত শ্রীশ্রী নিতাই ও গৌরাঙ্গ মহাপ্রভুর পাথরের মূর্তি দর্শনে প্রতিদিনই মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয়।
স্নানযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মন্দিরের সভাপতি রোটাঃ রিপন সাহা, সাধারণ সম্পাদক সহদেব বর্মন ও কোষাধ্যক্ষ সুমন দেবনাথ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মন্দির পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।