সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০

বন্ধু ফাউন্ডেশন ৯৯-এর ইফতার সামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক

‘বন্ধুত্বের বন্ধনে আমরা মানব সেবায়’-এ স্লোগানকে সামনে নিয়ে বন্ধু ফাউন্ডেশন ৯৯-এর ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়। ১শ’ জন নিম্নবিত্ত পরিবারের মধ্যে ছোলা, চিনি, ডাল, তেল, পেঁয়াজ, খেজুর, চিড়া ইত্যাদি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম শেখ। তিনি বলেন, বন্ধু ফাউন্ডেশন ৯৯ যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই ভালো একটি কাজ। তাদের মতো সমাজের প্রত্যেকে যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজে গরীবদের আর সমস্যা থাকবে না। আমি বন্ধু ফাউন্ডেশন ৯৯-এর সবসময় সাফল্য কামনা করছি। এই ফাউন্ডেশনের পাশে সবসময়ই থাকার চেষ্টা করবো। ফাউন্ডেশনের সদস্য মুরাদ, কামরুল, বাবলু বলেন, আমরা বন্ধুরা মিলে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি মানবতার সেবা করার লক্ষ্য নিয়ে। ইনশাআল্লাহ আমরা পূর্বের ন্যায় আগামীতেও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, গরীব মেয়েদের বিয়ে, অসহায় গরীব পরিবারদের মধ্যে আর্থিক ও খাদ্যসামগ্রী বিতরণ করার চেষ্টা করবো।

বন্ধু ফাউন্ডেশন ২০২১ সালে চাঁদপুর ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের এসএসসি ১৯৯৯ বন্ধুদের সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয়। বন্ধু ফাউন্ডেশন ৯৯ প্রতিষ্ঠা করার পর থেকেই বিভিন্ন মসজিদণ্ডমাদ্রাসা, গরীব মেয়েদের বিয়ে, অসহায় পরিবারদের মধ্যে আর্থিক অনুদান এবং খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের সদস্য কাওরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান মীর মুরাদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান বাবলু পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর সরকার কামরুল, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ শওকত করিম, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ সুমন ভূঁইয়া, আশ্রাফ মোহাম্মদ হোসাইন, মোঃ আলম মিজি, সামিউল আমিন শিমুল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মোঃ মাছুম পাটোয়ারী সহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়