প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
আসছে বাঙালির প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানাতে দোকানি ও ব্যবসায়ীরা এদিন খোলে হালখাতা। তাই জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলতে এখন পুরোদমে চলছে চৈত্র-সংক্রান্তির প্রস্তুতি। দোকানপাট-গদিঘরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার হিড়িক। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় ব্যস্ততার ফাঁকে ধোয়ামোছার কাজটি সেরে নেয়া হয়। চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার থেকে ছবিটি তোলা। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।