সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০

মতলব উত্তরে বাবার কবর জিয়ারত করলেন বিচারপতি জাহিদ সারওয়ার কাজল
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে বাবার কবর জিয়ারত করতে এসেছেন বিচারপতি জাহিদ সারওয়ার কাজল। ৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাইকোর্টের আইনজীবী বাবা মরহুম গোলাম সারোয়ার বাবু মিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের সাথে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি হাজীগঞ্জ সার্কেল আবুল কালাম, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মাসউদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, সমাজসেবক গোলাম কিবরিয়া খোকন, মুক্তিযোদ্ধা শরীফ হোসেন শুভা, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম দেওয়ান, সমাজসেবক শাজাহান মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিমউদ্দিন মুন্সি, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবির, ফরাজিকান্দি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ।

পরে তিনি তার বাড়িতে আসা স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং নিজ মহল্লা উত্তর রামপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি স্থানীয় দুটি মসজিদে মিলাদ দোয়া ও ইফতারের আয়োজন করেন এবং মসজিদ দুটিতে নগদ অর্থ প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়