প্রকাশ : ০৮ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরানের পিতা নূরুল ইসলাম গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাসুদুর রহমান পরানের পিতা নূরুল ইসলাম গাজী ৬ এপ্রিল বুধবার সকাল ৭টা ২০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।