প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জ বাজারে আসা ক্রেতাদের সচেতন করলো থানা পুলিশ। পুলিশ রোববার বাজারের প্রধান সড়কসহ অলিগলিতে হেঁটে হেঁটে হ্যান্ডমাইক দিয়ে এই প্রচারণা চালায়। পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ প্রচারাভিযান করেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ। সাথে ছিলেন অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দসহ একদল পুলিশ।
এ সময় থানা পুলিশের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও অটোবাইক চালকদের উদ্দেশ্যে বলা হয়, পবিত্র রমজান মাসে বাজারে ক্রেতা ও পথচারীদের ব্যাপক সমাগম হবে। তাই যেখানে-সেখানে দাঁড়িয়ে বাজারে যানজটের সৃষ্টি করা যাবে না।
ব্যবসায়ী ও ক্রেতাদের রমজানের শুভেচ্ছা জানিয়ে মোঃ সোহেল মাহমুদ বলেন, পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জ বাজারে অনেক লোকের সমাগম হবে। এই জনসমাগমকে কেন্দ্র করে ছিনতাইকারী ও প্রতারক থেকে আপনারা সাবধান থাকুন। ক্রেতা-বিক্রেতাদের ব্যবসায়িক ও ব্যাংকিং কাজে বেশি টাকার লেনদেন হলে পুলিশের সহযোগিতা নিন এবং কাউকে সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করুন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের সার্বিক ব্যবস্থাপনায় জনসচেতনতামূলক এ প্রচারণায় তিনি বলেন, বাজারে সাদা পোশাকে ও টহল পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলাজনিত যে কোনো প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।