প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটার হিসেবে উপজেলার ৯৫টি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকগণ ভোট প্রয়োগ করেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে রোজ হ্যাভেন ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মানিক চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক পদে কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন, শিক্ষা সচিব পদে মাঝিগাছা আল ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন চৌধুরী ও অর্থ সম্পাদক পদে রহিমানগর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাওঃ ফখরুদ্দিন নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এসবি সবুজ ভদ্র। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ফতেবাপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়াজী। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুনলাইন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও রহিমানগর মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাওঃ মোহাম্মদ আলী।