শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ছাত্র হিজবুল্লাহর র‌্যালি আলোচনা ও দোয়া
শামীম হাসান ॥

পবিত্র মাহে রমজানের শুভ আগমন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রমজানের আগমনী র‌্যালি, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল শনিবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা গেট থেকে মাহে রমাজানের স্বাগত র‌্যালি শুরু হয়ে ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সামনে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় জমিয়াতে হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমু সাইফুল্লাহর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নোমান সালেহীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ্ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম খান। তিনি তাঁর রক্তব্যে রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেলসহ সকল প্রকার খাবারের দোকান বন্ধ রেখে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এ সময়কালে নিত্যপণ্য সামগ্রী সাধারণ মানুষের যেনো ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেজন্য প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বাকি বিল্লাহ্, মাওলানা মোহাম্মদ রাকিব, ছাত্র হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পদক মোহাম্মদ উল্লাহ্।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ছাত্র হিজবুল্লাহ্র সভাপতি হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গণি, জমিয়াতে হিজবুল্লাহ্, যুব হিজবুল্লাহ্, ছাত্র হিজবুল্লাহ্ ও আইয়াম্মে হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়