প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
ফরিদগঞ্জের চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে ফাযিল পর্যন্ত ৮৯জন ছাত্র-ছাত্রীর মাঝে বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করেন আলহাজ্ব লুৎফুর রহমান ফাউন্ডেশন।
গতকাল ২ এপ্রিল শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও গভর্নিং বডি সদস্য ডাঃ সাইফুল ইসলাম সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করেন। মাদ্রাসার অধ্যক্ষ আনম মহিবুল্লার সভাপতিত্বে এবং শিক্ষক আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বারাকাত উল্লাহ পাটওয়ারী, আবু তাহের শেখ, বিদ্যোৎসাহী সদস্য দুলাল বকাউল, শিব্বির আহম্মেদ, প্রভাষক মাওঃ মোঃ আব্দুল মান্নান মিয়া ও মোঃ বেলাল হোসেন।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মোঃ এমদাদ হোসাইন, আঃ কুদ্দুছসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।