শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে প্রজ্জ্বলনের ফ্রি ব্লাড ক্যাম্পিং
শামীম হাসান ॥

ফরিদগঞ্জের ১৫নং রূপসা ইউনিয়নের রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। ক্যাম্পে ২ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে প্রজ্জ্বলনের স্বেচ্ছাসেবীরা।

এর আগে সকালে রক্তের গ্রুপ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে জন্মনিবন্ধন থেকে শুরু করে জাতীয় পরিচয় পত্র সহ প্রায় সব কার্যক্রমেই রক্তের গ্রুপের প্রয়োজন। আজ যারা রক্তের গ্রুপ নির্ণয় করবে সবাইকে প্রাপ্ত বয়স্ক হয়ে অন্যকে রক্ত দেয়ার মন-মানসিকতা এখন থেকে গড়ে তুলতে হবে।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হক। এ সময় তিনি প্রজ্জ্বলনের স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ওদের এমন মহতী কার্যক্রমে আমি অভিভূত। ওদের মত করে আমরা সকলে যদি নিজ নিজ জায়গা থেকে অন্যের উপকার হবে এমন কাজ করতে পারি, তবেই সমাজটা আরও সুন্দর ভাবে গড়ে উঠবে। এ ছাড়া উদ্বোধনী পর্বে প্রতিষ্ঠানটির অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রক্তের গ্রুপ নির্ণয় করেন প্রজ্জ্বলনের স্বেচ্ছাসেবী তাহসীন মিলন, শামীম হাসান, মাহাবুব হোসেন ও সানজিদা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়