প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ০০:০০
জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটনের সভাপ্রধানে ও সদস্য সচিব মোঃ হান্নান ঢালীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহআলম মিজি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা, জেলা যুব সংহতির সদস্য মাইনুল ইসলাম মানু, জাকারিয়া হান্নান, সদর উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন মাঝি, জেলা যুব সংহতির নেতা খলিলুর রহমান, মোস্তফা ঢালী, মোঃ সোহেল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ আঃ লতিফ শেখ বলেন, দেশের বৃহৎ শক্তি আমাদের যুব সমাজ। এই যুব সমাজকে বেকার রেখে দেশকে এগিয়ে নেয়া যায় না।
তিনি আরো বলেন, দেশের দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি যুব সমাজকে নিয়ে শুধুমাত্র আশার ফুলঝুরি শুনিয়ে তামাশা করছে। তাই আমার অনুরোধ থাকবে, দেশের এই বৃহৎ যুব সমাজের দায়িত্ব নিতে হবে জাতীয় যুব সংহতিকে। যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে যুব সংহতির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রইলো।
আলোচনা শেষে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা হয়।