শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০

ছেলেকে না পেয়ে বাবাকে মারধর
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের ওয়্যারলেস সিটি কলেজের পেছনে দর্জিবাড়ি সড়কের বালুর মাঠে ফুটবল খেলতে গিয়ে জাফর নামে এক যুবকের সাথে স্থানীয় মৃত রুহুল আমিন বরকন্দাজের ছেলে খোরশেদের পূর্বের রেষারেষিতে ঝগড়া হয়।

এ ঘটনার জের ধরে ছেলে জাফরকে না পেয়ে তার বাবা মিজান মিজি (৬২)-এর উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার মানিকের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান মিজিকে পরিবারের লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি এখন হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন।

আহত মিজান মিজির মেয়ে শাহীনা আক্তার ও ছোট ছেলে জাহিদ জানান, তার ভাই জাফর অন্যান্য দিনের মত এলাকার ছেলেদের সাথে স্থানীয় বালুর মাঠে বল খেলতে যায়। ওই সময় এলাকার বখাটে খোরশেদ বরকন্দাজ (৩৮)-এর সাথে চোখ রাঙানি নিয়ে ঝগড়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে খোরশেদের পক্ষে তার চাচা আব্বাস বরকন্দাজের ভাই সাজু ও রুবেল কোনো কিছু জিজ্ঞাসা না করে মিজান মিজিকে দোকানের কাছে পেয়ে তার উপর হামলা করে এবং পিটিয়ে আহত করে। তারা বলেন, বাবাকে বাঁচাতে আমরা এগিয়ে আসলে হামলাকারীরা আমাদের উপরও চড়াও হয়। এ ঘটনায় তারা থানা পুলিশকে লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়