প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে ট্রাক চাপায় নিহত ব্যবসায়ী সাইদুর রহমান ফটিকের (৪০) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মধুপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের আকানিয়া নামক স্থানে হাজীগঞ্জগামী একটি ট্রাক ও সাচারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী কচুয়া বিশ্বরোড এলাকার স্টেশনারী দোকানদার সাইদুর রহমান ফটিক গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফটিককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ওইদিন রাত ১টায় সাইদুর রহমান ফটিক ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নাল্লিল্লাহে...রাজিউন)। এ ঘটনায় ট্রাক চালক আল-আমিনকে (২২) গ্রেফতার ও ট্রাকটি জব্দ করে কচুয়া থানা পুলিশ।
নিহত ফটিক কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মধুপুর বেপারী বাড়ির মৃত মোতাহের কেরানীর সন্তান। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, ট্রাক চালক আল-আমিনকে (২২) গ্রেফতার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। শুক্রবার ঘাতক চালক আল-আমিনকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।