প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিকের সভাপ্রধানে অনুষ্ঠানে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সংবর্ধিত অতিথি ইউএনও মোমেনা আক্তার ও অনুষ্ঠানের সভাপতি মেহেদী হাসান মানিকের বক্তব্যে উপস্থিতির মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কানুনগো মোহাম্মদ লোকমান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিশ্বনাথ দাস, মোঃ বাহাদুর শাহ্ ও শুকুর মোল্লা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইস্কান্দার মির্জা। গীতা পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ের প্রধান সহকারী শ্যামলী রাণী শীল।
এ সময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোঃ কাজল মিয়া, নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সম্প্রতি ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন।