প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ হামানকর্দ্দি গ্রামের গাজী বাড়ির মোঃ মোস্তফা গাজীর ছেলে মোঃ সোহাগ গাজী (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, না হত্যা করে ফাঁসিতে ঝুঁলিয়ে রাখা হয়েছে এ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
জানা যায়, কুমিল্লার ঠিকাদার পারভেজ হানিফ লাকসাম আবেদ নগর মাদ্রাসার কাজ পান। ঠিকাদারের মাধ্যমে সোহাগ গাজী সেখানে থেকে মাদ্রাসার মোজাইকের কাজ করেন এবং মাদ্রাসার একটি টিনশেড রুমে থাকতেন। ৩১ মার্চ সকালে তার শয়ন কক্ষের পাশের কক্ষে ফাঁস দেয়া অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পাওয়া যায়।
পরে লাকসাম থানার এসআই আবু নাছের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করে। পোস্ট মর্টেম শেষে সেখান থেকে পুলিশ নিহত সোহাগের বাড়িতে লাশ নিয়ে আসে এবং পরিবারের নিকট হস্তান্তর করে। গত ৩১ মার্চ সন্ধ্যায় দাফন করা হয়।
সোহাগ গাজীর মৃত্যু নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে শোনা যায়। কেউ বলছে সে আত্মহত্যা করেছে। আবার কেউ বলছে, তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। প্রশ্ন উঠেছে, সোহাগের পরিবার তার আত্মহত্যার কথা শোনার খবর পেয়েও ঘটনাস্থলে লাশ আনার জন্য না যাওয়ার রহস্য কী। এটা কি হত্যা না আত্মহত্যা?
এ ব্যাপারে কাজের ঠিকাদার পারভেজ হানিফের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ঘটনাস্থলে আমার ম্যানেজার গিয়েছে। সকাল ৯টায় আত্মহত্যার বিষয়ে আমি শুনেছি। পুলিশকে বলেছি সোহাগের পরিবারের সাথে কথা বলার জন্য। সে মোজাইক মিস্ত্রী। তাকে আমি চিনি না। আমি ঢাকায় আছি।
এ ব্যাপারে লাকসাম থানার এসআই আবু নাছের জানান, আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠিয়ে দেই। পোস্ট মর্টেম শেষে সকল কাগজপত্র করে পুলিশ দিয়ে লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ইউডি মামলা করা হয়েছে। ভিসেরা রিপোর্ট আসলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।