শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০

নড়াইলে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

নড়াইলে শুরু হয়েছে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। আজ শনিবার থেকে নড়াইল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের খেলাগুলো হবে। টুর্নামেন্টের একই গ্রুপে রয়েছেন গাজীপুর, মেহেরপুর , পঞ্চগড় ও চাঁদপুর জেলা ক্রিকেট দল। প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কাল রোববার গাজীপুর জেলা ক্রিকেট দলের সাথে প্রথম ম্যাচে খেলবে চাঁদপুর জেলা দল।

জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা উপলক্ষে ৩১ র্মাচ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়দের জার্সি উন্মোচন ও বিদায় দেয়া হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। চাঁদপুর জেলা দল ৫ এপ্রিল মেহেরপুর ও ৯ এপ্রিল পঞ্চগড় জেলা ক্রিকেট দলের সাথে খেলবে। চাঁদপুর জেলা ক্রিকেট দলের ২০ সদস্যের খেলোয়াড় ও কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে চাঁদপুর থেকে রওয়ানা করেন এবং শুক্রবার বিকেলে নড়াইলে পৌছেন।

নড়াইলের উদ্দেশ্যে চাঁদপুর ক্রিকেট দলের রওনার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাস, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল মোতালেবসহ ক্রিকেট টিমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

চাঁদপুর জেলা ক্রিকেট দল : অধিনায়ক মাসুদ, সহ-অধিনায়ক ফজলে রাব্বি, সাদ্দাম, মেহেদী, হীরা, তোফায়েল, ইউনুস, রনি (উইকেট কিপার), কবির, জিসান, সবুজ, রবিন (উইকেট কিপার), সাকিব, শাখাওয়াত, সাইফুদ্দিন ও তনয়। প্রধান কোচ নজরুল ইসলাম, সহকারী কোচ মোশারফ বাবু, টিম ম্যানেজার সাইফুল ইসলাম সুমন ও ট্রেইনার রাসেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়