প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং পুলিশেরই একটি অংশ। চাঁদপুর থেকেই কমিউনিটি পুলিশিং সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এর সুফল জনগণ পাচ্ছে বলেই কমিউনিটি পুলিশিংয়ের গ্রহণযোগ্যতা সবার কাছে বেড়েছে। আমরা আপনাদের অন্য চোখে দেখি না। আমরা মনে করি, আপনারাও আমাদের পরিবারের সদস্য। আমাদের পুলিশের যে সদস্যরা আছে তাদের দিয়ে জনগণের জানমাল রক্ষা করা সম্ভব হয় না। তা সম্ভব হচ্ছে একমাত্র আপনাদের জন্য। তিনি আরো বলেন, রমজান ও ঈদণ্ডউল-ফিতর সামনে। তাই অপরাধ প্রবণতা বেশি হবে। আপনারা সবসময় স্বর্ণের দোকান এবং মোবাইল ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ স্থানের প্রতি বিশেষ নজর রাখবেন। যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে অবহিত করবেন।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রশিদ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব লিয়াকত হোসেন বাচ্চু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিংয়ের কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম কাঞ্চন।
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল ৪-এর সভাপতি আলহাজ্ব কাজী হুমায়ুন কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত হোসেন বাচ্চু মিয়ার আর্থিক সহযোগিতায় প্রায় ১শ’ জন কমিউনিটি পুলিশিংয়ের টহল সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, চনাবুট, চিনি ও পিঁয়াজসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।