প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০
২ এপ্রিল অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের ছাতা মার্কার সমর্থনে বিরাট মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। ২৯ মার্চ রাতে জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চাঁদপুর শহরের রাজপথ। সবার মুখে ‘এক দফা এক দাবি, মানিক ভাই সভাপতি’ স্লোগান উচ্চারিত হয়।