প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার ১ যুগ পূর্তি উৎসব ৩০ মার্চ বুধবার ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় অনুষ্ঠানের অতিথি ও এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সাংবাদিকরা দেশের কল্যাণ বয়ে আনে। সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জে পত্রিকাটি একঝাঁক তরুণ সংবাদকর্মীকে সাথে নিয়ে তেমনিভাবে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে কাজ করে যাচ্ছে বলে আমি মনে করি। পত্রিকাটি সকল শ্রেণির মানুষের কাছে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ‘আলোকিত ফরিদগঞ্জ’ প্রিন্ট ও অনলাইন সংস্করণে সংবাদ প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। পত্রিকাটি যুগপূর্তি উৎসব হলো, আশা করছি পত্রিকাটি পূর্বের ন্যায় নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে আগামীতেও গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে।
আলোকিত পাঠকমেলার আয়োজনে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাওঃ এএইচএম আনোয়ার মোল্লা, ফরিদগঞ্জ এ. আর. মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, বীর মুক্তযোদ্ধা আলী আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ¦ রিয়াজ উদ্দিন আহমেদ ফরিদী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম সাউদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ণ রবি দাস, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, কোষাধ্যক্ষ জাকির হোসেন সৈকত, সম্মানীত সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি জাহিদ হোসেন, রুহুল আামিন খান স্বপন, প্রেসক্লাবের সহযোগী সদস্য আমান উল্যাহ খান ফারাবী, মামুন হোসাইন, জাকির হোসেন, তরুণ সংবাদকর্মী ও স্বনামধন্য ব্যবসায়ী এফএ মানিক, বর্ণমালা কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক রাছেল হোসেন, ইয়াকুব হোসেন প্রমুখ।