প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মধ্যমছড়ি মুক্তিপল্লী খালে ২৯ মার্চ রাত ৮টায় গিয়ে দেখা যায় সারি সারি মাছ ধরার ট্রলার। প্রতি ট্রলারে ৫-৭ জন করে জেলে খালের পাড়ে জেলে নৌকা রেখে কারেন্ট জাল থেকে জাটকা ছাড়াচ্ছে। প্রতি জেলে নৌকায় প্রায় ২০০-৩০০ কেজি করে জাটকা রয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এখানে প্রতিনিয়ত এভাবেই কিছু অসাধু ব্যবসায়ী মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরে নিয়ে এসে নিরাপদে কারেন্ট জাল থেকে জাটকা সংগ্রহ করে। প্রতিনিয়ত কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের জঘন্যতম অপরাধ করে থাকেন।
জানা যায়, খাসকান্দি, মধ্যমছড়ি গ্রামের ডায়মন্ড, কামাল ও সিধামের জেলে নৌকা দিয়ে প্রতিনিয়ত জাটকা ধরছে বলে অভিযোগ রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, মোঃ খোরশেদ, নাজমুল, মাসুদ, জাফর, মাঝি রুবেলসহ আরো অনেকেই কারেন্ট জাল থেকে জাটকা মাছ খুলছেন। এ ব্যাপারে এলাকার সচেতন মহল বলেন, গত ক’দিন পূর্বে লালপুর ঘাট থেকে চারজনকে ধরে নিলেও তারা ভয় পায়নি। এ ব্যাপারে সচেতন মহল মনে করেন প্রশাসন ও ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্মিলিতভাবে জোরালো তদারকি করলেই একমাত্র জাটকা ধরা ও বিপণন বন্ধ করা যাবে। অন্যথায় কোনো মতেই সম্ভব না বিষ্ণুপুর থেকে জাটকা নিধন ও বিক্রি বন্ধ করা। মেঘনা নদী থেকে জেলেরা মাছ ধরে এনে লালপুর মাছঘাট, কানুদী মাছঘাট ও দাসাদী মাছঘাটে বিক্রি করে থাকে। মেঘনা নদী থেকে ভোররাতে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং মাগরিব নামাজের পর থেকে রাত ৮টা পর্যন্ত মাছ ধরে এনে এই স্থানগুলোতে জেলেরা বিক্রি করে। কোস্টগার্ড যদি এই সময়গুলোতে নদীতে এবং মাছঘাটগুলোতে অভিযান চালায় তাহলেই একমাত্র মাছ ধরা এবং বিক্রি বন্ধ করা সম্ভব হতে পারে বলে এলাকাবাসী আমাদের এ প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।