শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ মার্চ ২০২২, ০০:০০

কাল চাঁদপুর সপ্তসুর সঙ্গীত একাডেমির পরিবেশনা
স্টাফ রিপোর্টার ॥

‘গণসঙ্গীতের অঙ্গীকার-সাম্য সম্প্রীতির বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে চারদিনব্যাপী ৩য় জাতীয় গণসঙ্গীত উৎসব। গত ২৯ মার্চ এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। আগামীকাল পহেলা এপ্রিল উৎসবের সমাপনী দিবস।

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় চার দিনব্যাপী ৩য় জাতীয় গণসঙ্গীত উৎসবের উদ্বোধনী দিন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সমন্বয়কারী মানজার চৌধুরী সুইটের পরিচালনায় আরো বক্তব্য রাখেন গণসঙ্গীত উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ এবং স্বাগত বক্তব্য রাখেন ফকির সিরাজুল ইসলাম।

আগামীকাল পহেলা এপ্রিল উৎসবের সমাপনী দিবসে চাঁদপুরের ঐতিহ্যবাহী সপ্তসুর সঙ্গীত একাডেমির শিল্পীরা কবি নজরুল ইসলামের বেশ ক’টি সাম্যের গান পরিবেশন করবেন। এছাড়াও সপ্তসুর সঙ্গীত একাডেমির অধ্যক্ষ বিশিষ্ট কণ্ঠশিল্পী রূপালী চম্পক ছাড়াও একক সঙ্গীত পরিবেশন করবেন ফকির সাহাবুদ্দিন, আরিফ রহমান, সমর বড়–য়া ও রোজ বাবু।

চাঁদপুরের সপ্তসুর সঙ্গীত একাডেমির অধ্যক্ষ রূপালী চম্পকের নেতৃত্বে কবি নজরুল ইসলামের বেশ ক’টি সাম্যের গান পরিবেশন করবেন রূপালী চম্পক, মানসী চক্রবর্তী, তৃষ্ণা বণিক, তৃষা পোদ্দার (তৃনা), তাসিন শোভান বর্ষা, পূজা সাহা, অনন্তা চক্রবর্তী বাঁধন, অর্পিতা সিংহ রায়, পূর্ণতা প্রাপ্তি, মোর্শেদ খান জয়, লিটন মজুমদার, মানিষ সাহা ও শরীফ চৌধুরী। এছাড়াও ঐ দিন ঢাকা থেকে ৬টি, নোয়াখালী থেকে ১টি, খুলনা থেকে ১টি, রাঙ্গামাটি থেকে ১টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নিবে। এদিকে উৎসবকে ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ৩য় জাতীয় গণসঙ্গীত উৎসবটি উৎসর্গ করা হয়েছে জননন্দিত সঙ্গীতশিল্পী ফকির আলমগীরের প্রতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়